ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সদরের দুটি দলই সেমিফাইনালে উঠেছে। খেলা টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের। পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে সদর বি দল এক উইকেটের ব্যবধানে শান্তিরবাজারকে পরাজিত করে শেষ চারে খেলা নিশ্চিত করে নিয়েছে। শান্তিরবাজার শেষ পর্যন্ত হার স্বীকার করলেও যথেষ্ট লড়াই করেছে আজ। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে শান্তিরবাজার প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৩৯.১ ওভারে ১৩৮ রানে ইনিংস শেষ করে। জবাবে সদর বি ৩৭.৪ ওভার খেলে অন্তিম উইকেটের জুটিতে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। বিজয়ী দলের আইজ্যাক দেববর্মার সর্বাধিক ৪০ রান এবং শান্তির বাজারের কুনাল দেবনাথ এর ২৬ রান ও প্রশান্ত সেনের ২০ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে শান্তির বাজারের কুনাল চারটি এবং প্রশান্ত দুটি উইকেট পেলেও সদর বি-র কৃশ ভৌমিক পেয়েছে ২১ রানে দুটি উইকেট। তবে মনীষ ঘোষ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।
2024-03-27