বিহারের ভোজপুরে পাটনা-দিল্লি হোলি স্পেশাল ট্রেনে আগুন, হতাহতের খবর নেই

ভোজপুর, ২৭ মার্চ (হি.স.): বিহারের ভোজপুর জেলায় আগুন লাগল পাটনা-দিল্লি হোলি স্পেশাল ট্রেনের একটি কামরায়। মঙ্গলবার গভীর রাতে আরা স্টেশনের অদূরে কারিসাথ রেল স্টেশনের কাছে পাটনা-দিল্লি হোলি স্পেশাল ট্রেনের একটি কামরায় আগুন লাগে। পূর্ব-মধ্য রেলের সিপিআরও বলেছেন, হোলি স্পেশাল ট্রেনের এসি কামরায় আগুন লাগে, ট্রেনটি দানাপুর থেকে মুম্বই যাচ্ছিল। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

বুধবার সকালে রেলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, মঙ্গলবার রাতের ওই ঘটনা সম্পর্কে। পূর্ব-মধ্য রেলওয়ের তরফে বলা হয়েছে, কোনও যাত্রী আহত হননি। বড় কোনও বিপদও ঘটেনি। ‘মুম্বই এলটিটি স্পেশাল ফেয়ার এসএফ হোলি স্পেশাল ট্রেনের একটি কামরায় আচমকা আগুন ধরে যায়। ২৬ মার্চ মধ্যরাতে ঘটনাটি আরা জংশন থেকে খানিকটা দূরে ঘটেছে। তবে কেউ হতাহত হননি।’’ দানাপুরের ডিআরএম জয়ন্ত চৌধুরী বলেছেন, ‘‘আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়। প্রথমেই কামরা খালি করা দেওয়া হয়। তার পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আর যে কামরায় আগুন লেগেছিল, তাতে কোনও রিজার্ভেশন না থাকায় বিপদ হয়নি। তবে এই দুর্ঘটনার পর চার-পাঁচটি ট্রেনকে অন্য রেলপথে ঘুরিয়ে দেওয়া হয়।’’