আগরতলা, ২৭ মার্চ : পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র দাখিলে প্রত্যাশা অনুযায়ী ভিড় জমাতে পারেনি ইন্ডিয়া ব্লক। ফলে, শক্তি পরীক্ষায় বিপ্লবের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন আশিস। গোদের উপর বিষ ফোঁড়া, আসেননি সর্ব ভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমার। ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার দাবি, প্রশাসন অনুমতি দেয়নি।
আজ রাজপথে মিছিল করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আয়োজনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার জেলা শাসক ডাঃ বিশাল কুমারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, রামনগর উপনির্বাচনের প্রার্থী রতন দাস, জরিতা লাইফাং সহ কর্মী সমর্থকরা।
কিন্তু মনোনয়ন পত্র দাখিলে প্রত্যাশা অনুযায়ী ভিড় জমাতে পারেনি ইন্ডিয়া ব্লক। ফলে,লোকসভা নির্বাচনে শক্তি পরীক্ষায় বিপ্লবের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন আশিস। এদিন মিছিলে জনকয়েক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তাছাড়া, রাজ্যে আসেননি সর্ব ভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমার।
এবিষয়ে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার দাবি, প্রশাসন অনুমতি দেয়নি। গভীর ষড়যন্ত্র করে রাজ্যে আসতে দেওয়া হয়নি সর্ব ভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমারকে, বলেন তিনি। তবে, প্রশাসনের তরফে এবিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।