সিডনি, ২৭ মার্চ (হি.স.): ২০২৪-২৫ মরসুমের গ্রীষ্মের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী গ্রীষ্মে ভারত যেমন খেলবে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজটি, সেই সঙ্গে খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল, তেমনি গ্রীষ্মে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে। অর্থাৎ আগামী গ্রীষ্মে ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া দল।
এক নজরে দেখে নেয়া যাক অস্ট্রেলিয়ায় ভারত-পাকিস্তানের পূর্ণাঙ্গসূচি।
পাকিস্তান পুরুষ দলের বিপক্ষে:
**১ম ওয়ানডে- ৪ নভেম্বর, এমসিজি, মেলবোর্ন
**২য় ওয়ানডে- ৮ নভেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
**৩য় ওয়ানডে- ১০ নভেম্বর, পার্থ স্টেডিয়াম, পার্থ
**১ম টি-টোয়েন্টি- ১৪ নভেম্বর, গ্যাবা, ব্রিসবেন
**২য় টি-টোয়েন্টি- ১৬ নভেম্বর, এসসিজি, সিডনি
**৩য় টি-টোয়েন্টি- ১৮ নভেম্বর, ব্লান্ডস্টোন অ্যারেনা, হোবার্ট
ভারত পুরুষ দলের বিপক্ষে:
**১ম টেস্ট- ২২-২৬ নভেম্বর, পার্থ স্টেডিয়াম, পার্থ
**২য় টেস্ট (দিবারাত্রির)- ৬-১০ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
**৩য় টেস্ট- ১৪-১৮ ডিসেম্বর, দ্য গ্যাবা, ব্রিসবেন
**৪র্থ টেস্ট- ২৬-৩০ ডিসেম্বর, এমসিজি, মেলবোর্ন
**৫ম টেস্ট- ৩-৭ জানুয়ারি, এসসিজি, সিডনি।
ভারত মহিলা দলের বিপক্ষে:
**১ম ওয়ানডে- ৫ ডিসেম্বর, অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন
**২য় ওয়ানডে- ৮ ডিসেম্বর, অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন
**৩য় ওয়ানডে- ১১ ডিসেম্বর, ওয়াকা গ্রাউন্ড, পার্থ।