হাইলাকান্দি (অসম) ২৭ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে করিমগঞ্জের জেলা নির্বাচন আধিকারিক করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় নির্বাচনী প্রচার সামগ্রীর স্থানীয় হার, সংসদীয় নির্বাচন ২০২৪ এর সাথে সম্পর্কিত গাড়ি ভাড়ার চার্জ ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার অনুমোদিত হার ইত্যাদির সরকারী তালিকা প্রকাশ করেছেন। হাইলাকান্দি জেলা নির্বাচন বিভাগের এম সি সি ও ব্যয় মনিটরিং সেলের ইনচার্জ এক বিবৃতিতে প্রচার সামগ্রী, যানবাহন ইত্যাদির রেইট চার্ট প্রকাশ করে তা বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সচিব কে অবহিত করেন।
করিমগঞ্জ জেলা নির্বাচন আধিকারিকের প্রকাশ করা রেইট চার্ট অনুযায়ী মাইক্রোফোন, এম্পলিফায়ার সহ লাউড স্পিকারের প্রতিদিনের ভাড়া ১৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে । একইভাবে নির্বাচনের কাজে ব্যাবহৃত প্রতিটি জিনিষ ব্যানার, যানবাহন, সহ পত্র, পত্রিকায় বিজ্ঞাপনের হার ইত্যাদির মুল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে । বিস্তারিত রেইট চার্ট পেতে নির্বাচন আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।