ভাগলপুরে নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ১১ বছরের শিশুর

ভাগলপুর, ২৭ মার্চ (হি.স.) : বিহারের ঘোঘা থানা এলাকার পান্নুচাকে স্নান করতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে মৃত্যু হয়েছে ১১ বছরের শিশু । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।

পান্নুচাকের ১১ বছরের ছেলে অঙ্কিত তার চার-পাঁচ বন্ধুর সাথে গঙ্গা নদীতে স্নান করতে গিয়েছিল। অঙ্কিত পা পিছলে গঙ্গার প্রবল স্রোতে ভেসে যায়।

ঘটনাটি জানতে পেরে গ্রামবাসীরা তল্লাশি চালিয়ে নদী থেকে অঙ্কিতের দেহ উদ্ধার করে। ততক্ষণে অঙ্কিত মারা গেছে। ঘটনার পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভাগলপুরে পাঠিয়েছে।