জম্মু, ২৬ মার্চ (হি. স.): মঙ্গলবার জম্মু ডিভিশনের ১০টি জেলায় পুণ্যার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হলো। এর পাশাপাশি বার্ষিক অমরনাথ যাত্রার প্রস্তুতিও শুরু হয়ে গেল।
জানা গেছে, জম্মু ডিভিশনের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে বাধ্যতামূলক স্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট প্রদানের জন্য ১১২ জন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এবছর কবে থেকে অমরনাথ যাত্রা শুরু হবে সেবিষয়ে এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ স্থির হয়নি। তবে সূত্রের খবর, ২৯ জুন অমরনাথ যাত্রা শুরু হতে পারে বলে মন্দির কর্তৃপক্ষের বৈঠকে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই পুণ্যার্থীদের নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হবে বলেও জানা গেছে।