গোরক্ষপুর, ২৬ মার্চ (হি.স.) : রঙের উৎসব হোলিতে মেতে উঠলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার সকালে গোরক্ষনাথ মন্দিরে হোলি উৎসব উদযাপন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিজে রঙ মাখেন এবং অন্যদের রঙ মাখিয়ে দেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেছেন, “বিগত বেশ কিছু দিন ধরে দেশজুড়ে সনাতন ধর্মের অনুসারীরা হোলির মতো উৎসবের মধ্য দিয়ে নিজেদের এক হাজার বছরের ঐতিহ্যকে আনন্দ ও উদ্দীপনার নতুন উচ্চতায় নিয়ে গিয়ে এই উৎসবে অংশ নিচ্ছেন। তারা নিজেদের ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই উপলক্ষ্যে আমরা এই শোভা যাত্রার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিই, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সনাতন ধর্ম আমাদের উৎসাহের সঙ্গে সংযুক্ত করে… সনাতন ধর্ম ”বসুধৈব কুটুম্বকম”-এ বিশ্বাস করে।”

