চুরির ঘটনায় অতিষ্ঠ রাজ্যবাসী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ মার্চ:ঊনকোটি জেলার কৈলাসহরের চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে জনমনে বাড়ছে ক্ষোভ। কৈলাসহর ভগবাননগর এলাকা থেকে এক ব্যক্তির একটি স্কুটি চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায় যে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা আমির আলী দীর্ঘদিন ধরে কৈলাসহর ভগবাননগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে আসছেন এবং তিনি কৈলাসহরে হরেক মালের ব্যবসা করে আসছেন।

অভিযোগ রবিবার সকাল বেলা ভগবাননগর এলাকায় তিনি উনার স্কুটিটি রেখে একটি দোকানের ভেতর প্রবেশ করেন। তখনই ওই কেবা কাহারা উনার স্কুটিটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর তিনি উনার স্কুটিটি খুজে না পেয়ে একপ্রকার বাধ্য হয়ে সোমবার দুপুর বেলা কৈলাসহর থানায় এসে দ্বারস্থ হন।

তিনিজানান সোমবার সকাল বেলা সেই স্কুটিটির মধ্যে হরেক মালের ১৫ থেকে ১৬ হাজার টাকার জিনিস রেখেছিলেন স্কুটি সহ উনার হরেক মালের জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল। এই স্কুটি তিনি এক মাস পূর্বে ক্রয় করেছিলাম ফাইন্যান্সের মাধ্যমে বর্তমানে তিনি একটিও কিস্তি দেয় নাই ।
সেই স্কুটিটির এর আগেই চুরি হয়ে যায় উনার স্কুটিটি। পাশাপাশি সোমবার দুপুর বেলা তিনি সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এখন দেখার বিষয় হল পুলিশ উনার চুরি হয়ে যাওয়া স্কুটিটি বের করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *