রামনবমীতে ২৫-৩০ লক্ষ মানুষ রাম মন্দিরে আসবেন বলে আশা করা হচ্ছে : চম্পত রাই

অযোধ্যা, ২৬ মার্চ (হি.স.) : রামনবমীতে ২৫-৩০ লক্ষ মানুষ রাম মন্দিরে আসবেন বলে আশা করা হচ্ছে, মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই।

তিনি এদিন সাংবাদিকদের জানান যে, রামমন্দির প্রতিষ্ঠার পর এবছরই প্রথম রামনবমী পালিত হবে। সেজন্য আমরা আশা করছি এবার অযোধ্যার রামমন্দিরে রামলালার দর্শন করতে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষ উপস্থিত হতে পারেন। সেজন্য আমাদের এখন চিন্তা করতে হচ্ছে যে ৫ বছর বয়সী রামলালাকে আমরা কতক্ষণ জাগিয়ে রাখতে পারবো। তিনি আরও বলেন, মানুষজন তাঁদের গ্রামেও রামনবমী পালন করতে পারেন।