হোলিতে দুর্ঘটনা রুখতে কড়া নজরদারি মুম্বইয়ে

মুম্বই, ২৫ মার্চ (হি. স.) : হোলির দিন রাস্তায় কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করলো মুম্বই ট্রাফিক পুলিশ।

হোলির দিনে হেলমেট ছাড়া যাতে কেউ বাইকে সওয়ার না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে দিনভর। পাশাপাশি কেউ যাতে মত্ত অবস্থায় গাড়ি না চালায় তার জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, হোলি উপলক্ষে বেলাগাম গাড়ির গতির কারণে একাধিক দুর্ঘটনা ঘটে মুম্বইয়ে। সেই কারণেই এদিন কঠোর করা হয়েছে ট্রাফিক ব্যবস্থা।