কলকাতা, ২৫ মার্চ, (হি.স.): হোলির সকালে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “আমার দেশের সকল পরিবারের সদস্যদের হোলির অনেক অনেক শুভেচ্ছা। স্নেহ ও সম্প্রীতির রঙে সজ্জিত এই ঐতিহ্যবাহী উৎসব আপনাদের সকলের জীবনে বয়ে আনুক নতুন শক্তি ও নতুন উদ্যম।”