মুম্বই, ২৫ মার্চ (হি.স.) : দীর্ঘ ১২ বছর পর ২৬ মে আইপিএলের ফাইনাল আয়োজন করবে চেন্নাই। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে ফাইনাল। আর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ডের খেলা হবে। যথাক্রমে ২১ মে ও ২২ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আর চেন্নাইয়ে ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে। এখনও পর্যন্ত প্রকাশিত সূচি অনুযায়ী এপ্রিলের ৭ তারিখে শেষ ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটান্স। ৮ এপ্রিল ২২ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসন্ন সাধারণ নির্বাচনের জন্য আইপিএলের পরের দিকের ম্যাচগুলো ভারতের মাটিতে হওয়া নিয়ে শঙ্কা ছিল। তাই এতদিন সূচি ঘোষণা করা হয়নি। শেষ পর্যন্ত সবগুলো ম্যাচই ভারতেই হবে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
2024-03-25