আমেদাবাদ, ২৫ মার্চ (হি. স.): সোমবার গোটা দেশ মেতে উঠেছে হোলি উৎসবে। বাদ যাননি রাজনৈতিক নেতারাও। গুজরাটের আমেদাবাদের গান্ধীনগরে আয়োজিত হোলি উৎসবে সামিল হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অনুষ্ঠানে জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের প্রতীক হল এই হোলি। রঙের এই উৎসবকে সমতার উৎসব বলেও ব্যাখ্যা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তাঁর কথায়, রঙ মাখার পর সবাই সমান। সবাই রঙিন। মুছে যায় সমস্ত ভেদাভেদ।