নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.): সোমবার দোলের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের রাজধানীতে। দিল্লির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিন।
দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ৩৪টি ইঞ্জিন গিয়েছিল। বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, রবিবার বিকেলে দিল্লির নারেলা এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। যদিও জানা গিয়েছে, যে সময় এই ঘটনা ঘটে, তখন ওই কারখানায় কেউ ছিলেন না।