মিরাট, ২৪ মার্চ (হি. স.): বাড়িতে আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু হল চার ভাই বোনের। আহত হয়েছেন তাদের বাবা-মাও। উত্তরপ্রদেশের মিরাটে শনিবার গভীর রাতে পল্লবপুরমের জনতা কলোনি এলাকার ওই বাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ হিসাবে শর্ট সার্কিটকে চিহ্নিত করছে পুলিশ।
মাঝ রাতে পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়ায় প্রতিবেশীদের মধ্যে ঘটনাস্থলে দমকল বাহিনী যখন পৌঁছয় ততক্ষণে বাড়ির আগুন ভয়াবহ চেহারা নিয়েছে পরিবারের ছয় সদস্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দম্পতির চার সন্তানেরই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, রাতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময়ে কোনওভাবে শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লেগে যায়। চার ভাই-বোনের কাউকেই প্রাণে বাঁচানো যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

