বারুইপুর, ২৪ মার্চ (হি.স.): ভোটের প্রচারে বেরিয়ে এবার বসন্ত উৎসবে মাতলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ফুলতলা স্টেডিয়ামে আয়োজিত বসন্ত উৎসবে অংশগ্রহণ করেন তিনি। জন সংযোগের পাশাপাশি রঙের খেলায় মেতে ওঠেন এই তৃণমূল প্রার্থী। সায়নী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী, বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় মানুষজন। সকলের সাথেই রঙ খেলায় মেতে ওঠেন এই তৃণমূল প্রার্থী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরের স্বামীনী ঘোষ বলেন সিপিএম যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে তার কোন কনটেস্ট নেই। শুধু বিজেপি প্রার্থী যারা দেশকে ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েই লড়ার অনুমতি দিয়েছে তাই তিনি এই ভোট লড়াই অবতীর্ণ হয়েছেন। এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
2024-03-24