ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ২৩ মার্চ ।। অপরাজিতভাবে সেমিফাইনালে উঠলো সদর ‘এ’। গ্রুপ লিগে ৪ ম্যাচ খেলে সবকটিতে জয়লাভ করে। শনিবার বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে সদর ‘এ’ ৯ উইকেটে পরাজিত করে মোহনপুর মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নমে মোহনপুর মহকুমা মাত্র ৬৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সৌরদীপ দত্ত ২৮ রান করে। সদর ‘এ’-র রাজদীপ দেব ১১ রানে ৪ টি এবং দিব্যজ্যোতি ধর ২১ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সদর ‘এ’ ৬৩ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে যশ দেববরআ ৩৬ বল খেলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রানে এবং তানিষ্ক চক্রবর্তী ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যায়। এদিকে নজর কাড়লো প্রতীম রায়। প্রতীমের ভেলকিতে কুপোকাৎ সাব্রুম মহকুমা। শান্তিরবাজার মহকুমা পেলো আসরের তৃতীয় জয়। ৪ ম্যাচ খেলে। শনিবার উত্তর বিলোনিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শান্তিরবাজার মহকুমা ৬ উইকেটে পরাজিত করে সাব্রুম মহকুমাকে। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে।প্রতীম রায়ের ভেলকিতে শনিবার সকালে প্রথমে ব্যাট নিয়ে সাব্রুম মাত্র ৩৭ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৯ রান পায় অতিরিক্ত খাতে। শান্তিরবাজারের পক্ষে প্রতীম রায় ১৬ রানে ৫ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শান্তিরবাজার মহকুমা ১২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে কুণাল দেবনাথ ১৪ এবং অর্পন চক্রবর্তী ১০ রান করে। সাব্রুমের অরিজিৎ দত্ত ১০ রানে ৩ টি উইকেট দখল করে।
2024-03-23

