নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ : বিলেতি মদের দোকান খোলাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠে খয়েরপুর এলাকা। এলাকায় স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ হয়ে এদিন ভাঙচুর চালায় ওই বিলেতি মদের দোকানে। ঘটনায় শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
ঘটনার বিবরণে প্রকাশ খয়েরপুর বিধানসভার চানপুর এলাকায় রাস্তার পাশেই তপন ঘোষ নামে এক ব্যক্তি মদের দোকান খুলছেন। আর তা কোনোভাবেই মেনে নিতে রাজি না এলাকাবাসী। শনিবার স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে দোকানের সামনে ঝুলিয়ে রাখা সাইনবোর্ড ভেঙে চুরমার করে দেয়। ভাঙচুর চালায় দোকানেও। এলাকাবাসীর বক্তব্য এমনিতেই যুবসমাজ নেশায় আসক্ত, তার মধ্যে এলাকায় মদের দোকান খুললে তাদের ভবিষ্যৎ রসাতলে যাবে। এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হবে। তাই তারা বাধা প্রদান করছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।