ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মৈত্রী ক্যারাটে প্রতিযোগিতা সম্ভবত অনুষ্ঠিত হবে জুলাই মাসে। ভারত- বাংলাদেশ ওই মৈত্রী প্রতিযোগিতার জন্য ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধরকে অনুরোধ করলেন বাংলাদেশ সতোকান সিকোকাই ক্যারাটে সংস্থার যুগ্ম সচিব ফজলুল করিম। দুদিনের বিশেষ সফরে রাজ্যে এসেছিলেন তিনি বৃহস্পতিবার। শতদল সঙ্ঘে দেখা করেন রাজ্য সংস্থার সচিবের সঙ্গে। দীর্ঘ৭ণ কথা বলেন খেলোয়াড়দের সঙ্গে। বেশ কিছু টেকনিক শেখান তিনি খেলোয়াড়দের সাফল্য পাওয়ার জন্য। ওই সময়ই রাজ্য সংস্থার সচিব সংবর্ধিত করেন প্রতিবেশী দেশের থেকে আসা প্রতিনিধিকে। দীর্ঘ আলাপ চারিতার পর দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ত্রিপুরা দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।পরে এখবর খোদ জানান রাজ্য স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ। তিনি বলেন,”বেশ কয়েকটি টেকনিক শিখিয়ে গেছেন তিনি। যাতে উপকৃত হয়েছে খেলোয়াড়রা”।
2024-03-23

