ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফুটবল রেফারিদের ফিটনেস টেস্টের ব্যবস্থাপনা করা হচ্ছে। আগামী ১২ ই মে ওইদিন উমাকান্ত মাঠে রেফারিদের ফিটনেস টেস্ট আয়োজন করা হবে বলে আজ, শনিবার সংস্থার কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে অন্ততপক্ষে মাধ্যমিক পাস ফুটবল প্রেমীদের থেকে নতুন রেফারি নিয়োগ করার উদ্যোগ নেয়া হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, বৈঠক শুরুতে প্রাক্তন রেফারি এবং কার্যকরী সদস্য রনবীর পালের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংস্থার সম্পাদক এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
2024-03-23

