কাজিরঙা জাতীয় উদ্যানে উদ্ধার মৃত গণ্ডার, খড়গ নিয়ে গা-ঢাকা চোরাশিকারিদের

কাজিরঙা (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : কাজিরঙা জাতীয় উদ্যানে উদ্ধার হয়েছে একটি পূর্ণবয়স্ক গণ্ডারের মৃতদেহ। গণ্ডারটির মৃতদেহ উদ্ধার হলেও তার খড়গ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে খড়গ কেটে পালিয়ে গা ঢাকা দিয়েছে অজ্ঞাতপরিচয় চোরাশিকারিরা। ঘটনাটি ঘটেছে উদ্যানের বুড়াপাহাড় রেঞ্জের টুনিকাটি ফরেস্ট ক্যাম্পের অধীনস্ত এলাকায়।

আজ শনিবার বন কর্মীরা নিহত গণ্ডারের প্রাণহীন দেহ উদ্ধার করেছেন। বন্যপ্রাণীর বিরুদ্ধে জঘন্য এ ধরনের অপরাধে জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে তদন্ত শুরু করেছে বন দফতর।