পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কৈলাসহরে প্রচার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ মার্চ: লোকসভা নির্বাচনের ভোট প্রচার বেশ জমে উঠেছে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে কংগ্রেস ও বাম সমর্থিত প্রার্থীর সমর্থনে প্রচারে সামিল হয়েছেন নেতাকর্মী সমর্থকরা।

আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সিপিআইএম ও কংগ্রেস দলের যৌথ উদ্যোগে শনিবার দুপুরবেলা কৈলাসহর রাজপথ কাঁপিয়ে একটি সুবিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এদিনের এই কর্মসূচিতে রেকর্ড সংখ্যক সিপিআইএম ও কংগ্রেস দলের নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রথমে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির অফিস কার্যালয়ের সামনে থেকে উক্ত মিছিলটি বের হয়ে,  কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর পুরপরিষদের সামনে এসে একটি পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ও কংগ্রেস দলের নেতৃত্বরা ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা আসনের সিপিআইএম দলের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান করেন জনসাধারণের কাছে। পাশাপাশি বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেন নেতৃত্বরা।

এদিনের এই কর্মসূচিতে কংগ্রেস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুর জ্জামান,। সিপিআইএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী।, সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী । সিপিআইএম ও কংগ্রেস দলের বিভিন্ন নেতাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *