দীপ্তরাজের ৬ উইকেট, গন্ডাছড়ায়কে হারিয়ে সেমিফাইনালে ধর্মনগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেমিফাইনালে উঠলো ধর্মনগর মহকুমা। গ্রুপে ৪ ম্যাচ খেলে সবকটি ম্যাচে জয় পেয়ে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। শুক্রবার ধর্মনগর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ধর্মনগর ১০ উইকেটে পরাজিত করে দুর্বল গন্ডাছড়া মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে গন্ডাছড়া মহকুমা মাত্র ৪৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুরজিৎ দেবনাথ ৫৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে। ধর্মনগরের বিহান দাস ৮ রানে এবং শৌভিক দাস ৯ রানে ৩ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ৫০ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ধর্মনগর মহকুমা। দলের পক্ষে অংশুমান সরকার ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং জ্যাক মালাকার ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যায়। হাফলং মাঠে অপর ম্যাচে কৈলাসহর মহকুমা ৬ উইকেটে পরাজিত করে কমলপুর মহকুমাকে। কমলপুর মহকুমা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রান করে। দলের পক্ষে শুভরঞ্জন গৌর ১১,কৃষান দাস ১০ এবং হৃদয় দাস ১০ রান করে। কৈলাসহরের দীপ্তরাজ সিনহা ২৪ রামনে ৬ উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে কৈলাসহর ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দীপ্তরাজ সিনহা ১৮ রান এবং রাজ দাস ১১ রান করে। ‘‌সি’ গ্রুপে ১৬ পয়েন্ট নিয়ে ধর্মনগর চ্যাম্পিয়ন এবং ৮ পয়েন্ট নিয়ে কৈলাসহর মহকুমা দ্বিতীয় স্থান দখল করে।‌ ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *