জুনেই শুরু কলকাতা ফুটবল লিগ

কলকাতা, ২২ মার্চ (হি.স.) : আগামী জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। জুনের ২৫ তারিখ থেকে শুরু হয়ে যেতে পারে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলি। তবে এই লিগ মরশুমে চালু হতে পারে বেশ কিছু নতুন নিয়ম। যেখানে এবারের লিগে অন্য রাজ্য ও স্থানীয় খেলোয়াড়দের খেলানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই ফুটবল লিগে অন্তত ৭ জন ভূমিপুত্র খেলানোর কথা বলা হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যগুলি থেকে নেওয়া যেতে পারে মোট ৪ জন ফুটবলারকে। আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত ক্লাবগুলির সঙ্গে আলোচনা করে জারি হতে পারে ফেডারেশনের এই নয়া সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত মরশুম থেকেই বিদেশি ফুটবলার খেলানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। এবারও এনিয়ে আলোচনা হবে।