ভুবনেশ্বর, ২২ মার্চ (হি. স.): লোকসভা নির্বাচনে ওডিশায় নবীন পট্টনায়েকের বিজেডির সঙ্গে বিজেপির জোট ভেস্তে গেল। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে একাই লড়বে বিজেপি। শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন সে রাজ্যের বিজেপি প্রধান মনমোহন সামল। কয়েক দিন ধরেই জল্পনা চলছিল যে, বিজেডির সঙ্গে এবার জোট করতে পারে পদ্ম শিবির।
শুক্রবার ওডিশার বিজেপি সভাপতি মনমোহন শ্যামল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আমরা একক ভাবে রাজ্যের ২১টি লোকসভা এবং ১৪৭টি বিধানসভা কেন্দ্রে লড়ব এবং জিতব।’’ বিজেডির একটি সূত্র জানাচ্ছে, বিহারের মতোই ওডিশায় বেশি সংখ্যক লোকসভা আসনে লড়তে চেয়েছিল বিজেপি। কিন্তু নবীন রাজি হননি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারের পথে হাঁটতে।
অতীতে এনডিএ-র শরিক ছিল নবীন পট্টনায়েকের দল। ২০০৯ সালে আসন সমঝোতা নিয়ে জটিলতার কারণে এনডিএ সঙ্গ ছেড়েছিল বিজেডি। জল্পনা ছড়িয়েছিল, ১৫ বছর পর সেই সম্পর্ক আবার জুড়তে পারে। কিন্তু সূত্রের দাবি, লোকসভার বেশি আসনের বিনিময়ে বিজেপি বিধানসভায় দুই-তৃতীয়াংশ আসন ছাড়ার প্রস্তাব দিয়েও নবীনকে রাজি করাতে পারেনি। বর্তমানে ওডিশায় বিজেপির ৮ সাংসদ ও ২৩ জন বিধায়ক রয়েছেন। সেখানে লোকসভায় বিজেডির আসন সংখ্যা ১২। বিধানসভায় তাদের আসন সংখ্যা ১১২। ফলে সংখ্যার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে নবীনের দল। বিজেডি নেতৃত্ব আসন সমঝোতা সংক্রান্ত আলোচনায় লোকসভায় বিজেপিকে ৮টি এবং বিধানসভায় ৩০টির বেশি আসন ছাড়তে রাজি না হওয়ায় আলোচনা ভেস্তে যায়।

