অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি গণতন্ত্রের “কলঙ্ক” : ওমর আবদুল্লা

শ্রীনগর, ২২ মার্চ (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি গণতন্ত্রের জন্য একটি “কলঙ্ক”, শুক্রবার শ্রীনগরে এই মন্তব্য করেন ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লা। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী শুক্রবার আরও বলেছেন যে তাঁর দল, কেজরিওয়াল এবং আম আদমি পার্টির পাশে রয়েছে।

ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লিখেছেন, “লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কয়েকদিনের মধ্যেই একটি কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে বিরোধী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা গণতন্ত্রের জন্য লজ্জার ব্যাপার”।