নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের উদ্দেশে মিছিলে শামিল হয়েছেন আম আদমি পার্টির নেতারা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বৃহস্পতিবার গ্রেফতার করেছে। শুক্রবার এই নিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন এএপি দলের নেতারা। তাঁরা সিভিল লাইন এলাকায় কেজরিওয়ালের বাসভবনের উদ্দেশে রওনা দেওয়ায় তাঁদের রাস্তা আটকায় পুলিশ ও প্রশাসন।
এএপি নেতা এবং দিল্লির মেয়র শেলি ওবেরয় বলেছেন, “আমরা অরবিন্দ কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু পুলিশ ও প্রশাসন আমাদের ভিতরে যেতে দিচ্ছে না। গণতন্ত্রকে এভাবে খুন করা যাবে না এবং আমাদের আওয়াজ ওঠানো থেকে আটকানো যাবে না।” দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আছে।”

