শিলিগুড়ি, ২১ মার্চ (হি.স.) : শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে বাগডোগরা থানার পুলিশ। ধৃত যুবকের নাম সঞ্জিত মন্ডল ওরফে সোনু। তিনি গোসাইপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে বাগডোগরা থানার পুলিশ গোসাইপুর এলাকায় সঞ্জিত মণ্ডল আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির গোপন খবর পায়। এরপর টহলরত বাগডোগরা থানার পুলিশ অভিযান চালিয়ে সঞ্জিত মণ্ডলকে আটক করে। তল্লাশি চালিয়ে যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।

