পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে মেয়র

আগরতলা, ২১ মার্চ : লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিগমের ১৭ নং ওয়ার্ড অন্তর্গত ৪৯ নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছেন।

এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদীর প্রতি জনগণের অবাধ আস্থা এবং বিশ্বাস দেখে নিশ্চিত যে এইবার হবে চারশো পার হবে।

এদিন তিনি বলেন, লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুইটি আসনে বিপুল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
ভোটারদের বক্তব্য, সমস্ত দিক বিবেচনা করে ভোট বাক্সে মত প্রকাশ করা হবে। এদিকে, আজ বিজেপি প্রার্থীর ভোট প্রচারে দলীয় সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।