মুর্শিদাবাদ, ২১ মার্চ (হি.স.) : মদ খাওয়া নিয়ে অশান্তির জেরে স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টা করল স্বামী। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের ভরতপুর এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম সপ্তমী ঘোষ। তাঁর বয়স ২৫ বছর। স্বামী উৎপল ঘোষ। পেশায় পরিযায়ী শ্রমিক। কর্মসূত্রে থাকতেন কেরলে। যখনই বাড়ি ফিরতেই মদ খাওয়া নিয়ে স্বামীর সঙ্গে তাঁর অশান্তি লেগেই থাকত। সপ্তাহখানেক আগে কেরল থেকে বাড়ি ফেরেন উৎপল। এর পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল তাঁর। কারণ হিসেবে জানা গিয়েছে অতিরিক্ত মদ্যপান।
সূ্ত্রের খবর, বুধবার রাতে সপ্তমী ও উৎপলের অশান্তি চরমে ওঠে। কথাকাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে চলে যায় দুজনই। এর পরই উৎপল হাঁসুয়া নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় বলে অভিযোগ। এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে।
রক্তাক্ত অবস্থায় মেঝেয় লুটিয়ে পড়েন তরুণী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পরই আত্মহত্যার চেষ্টা করেন উৎপল। রাতেই তাঁকে উদ্ধার করে কান্দির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

