তপন, ২১ মার্চ (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার ও অঞ্চল সম্মেলন করলেন বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দিনভর তপন বিধানসভার চামটাকুড়ি, বাদ সনইকর, দাঁড়ালহাট সহ একাধিক এলাকায় নির্বাচনি প্রচার সারেন সুকান্ত।
এদিন প্রচারে বেরিয়ে বাদ সনকইরে পুজোও দেন তিনি। সেখানে প্রচারে গিয়ে ফের একবার তৃণমূলকে দণ্ডীকান্ড নিয়ে খোঁচা দেন সুকান্ত মজুমদার। তাঁর প্রশ্ন, শুধুমাত্র আদিবাসী জন্যই কি বিজেপি থেকে তৃণমূলে যোগদান দেওয়ার জন্য দণ্ডী কাটতে হয়েছিল মহিলাদের?

