গুজরাট, ২১ মার্চ (হি.স.): চোট থাকায় আইপিএলে খেলতে পারবেন না মহম্মদ শামি। আজ তাঁর বিকল্প হিসেবে সন্দীপ ওয়ারিয়রকে দলে নিল গুজরাট টাইটান্স।
কেরালার ওয়ারিয়রকে নিয়ে বোলিং বিভাগ শক্তিশালী করার চেষ্টা করল তারা। যদিও এই পেসার আইপিএলে খুব বেশি অভিজ্ঞ নয়। এর আগে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন কেরালার এই পেসার। খেলেছেন কলকাতা নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সে। বেস প্রাইস মাত্র ৫০ লক্ষ টাকায় তিনি গুজরাট টাইটান্সএ যোগ দিলেন।

