কাছাড়ে ফের পুলিশের গুলি, আহত ধর্ষণে অভিযুক্ত, ভরতি শিলচর মেডিক্যালে

শিলচর (অসম), ২০ মাৰ্চ (হি.স.) : কাছাড় জেলায় আবারও পলাতক অভিযুক্তকে রুখতে গুলি ছুঁড়তে হয়েছে পুলিশকে। ধর্ষণে অভিযুক্ত পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলি করে তাকে রোখা হয়েছে। আহত অভিযুক্ত শ্রীকোণা এলাকার আলমবাগ দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা জমির উদ্দিন বড়ভুইয়াঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করেছে পুলিশ। তার চিকিৎসা চলছে।

মঙ্গলবার মধ্যরা‌তে কাছাড় জেলার পালইরবন্দে সংঘটিত ঘটনার তথ্য দিতে গিয়ে আজ বুধবার কাছা‌ড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গত ১৬ মার্চ লক্ষ্মীপুরের শিবটিলা এলাকার জনৈক মহিলাকে প্রাতর্ভ্রমণের সময় অপহরণ করে তাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ জমির উদ্দিনের বিরুদ্ধে। পুলিশ সুপার বলেন, জমির কাছাড় জেলায় সংগঠিত গরু চুরির অন্যতম সরদারও।

তিনি জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অপহৃতা তথা ধর্ষিতা ম‌হিলাকে উদ্ধার করে। পাশাপাশি অপহরণ কাণ্ডে জ‌ড়িত থাকার অভিযোগে এক ম‌হিলা সহ চারজন‌কে আটক করে পুলিশ।

পুলিশ সুপার বলেন, জেরায় ধৃত মূল অভিযুক্ত জমির নাকি স্বীকারোক্তি দিয়েছে, মহিলার গলায় পিস্তল ঠেকিয়ে তাঁকে অপহরণ করছিল। ওই পিস্তলটি সে পালইরবন্দের ডলুগ্রামে লুকিয়ে রেখেছে। অপহরণে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করতে গতকাল রাতে জমিরকে নিয়ে ডলুগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয় পুলিশের।

কিন্তু মাঝপথে গিয়ে আচমকা সে সন্তোষ পেগু নামের এক পুলিশ কনস্টেবলের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে পালানোর চেষ্টা করতে পুলিশকর্মীরা বারণ করেন। কিন্তু কোনও কথাই কানে না তুলে দৌড়ে পালানোর চেষ্টা করে জ‌মির‌। পুলিশ তখন বাধ্য় হ‌য়ে তাকে রুখতে গুলি চালায়। তার ডান পায়ে গুলি বিদ্ধ হয়েছে, জানান পুলিশ সুপার মাহাতো।

আহত জমির এবং পুলিশের কনস্টেবল সন্তোষ পেগুকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।