কলকাতা, ২০ মার্চ (হি.স.) : শনিবার আইপিএল-এ ইডেনে নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। খেলা শেষ হতে হতে রাত সাড়ে এগারোটা। অত রাতে বাড়ি ফিরবেন কীভাবে? ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনিবার মাঝরাতে এসপ্ল্যানেড স্টেশন থেকে দুটি বিশেষ মেট্রো চলবে। একটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত, অপরটি যাবে কবি সুভাষ পর্যন্ত। রাত ১২টা ১৫ মিনিটে মেট্রোটি এসপ্ল্যানেড থেকে ছাড়বে। একমাত্র ওই স্টেশনেই টিকিটের কাউন্টার খোলা থাকবে। যেখান থেকে টিকিট ও স্মার্টকার্ড কেনা যাবে। ট্রেন দুটি শেষ স্টেশনে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। সুতরাং ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফেরা নিয়ে আর ভাবতে হবে না। গুড ফ্রাইডে উপলক্ষে ২৯ তারিখ দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে অল্প সংখ্যক মেট্রো চলবে। আপ ও ডাউন লাইনে চলাচল করবে মোট ২৩৪টি মেট্রো। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় কোনও পরিবর্তন নেই। যার জেরে কিছুটা হলেও সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা।