জে সি সি-২৬৬/৭
ইউনাটে ফ্রেন্ডস-২৪৫
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সুপার ডিভিশন জমিয়ে দিলো জে সি সি। ইউনাটেড ফ্রেন্ডসকে পরাজিত করতেই সংহতিকে সুযোগ করে দিলো জে সি সি। আপাতত ৭ ম্যাচ খেলে ইউনাটেড ফ্রেন্ডসের পয়েন্ট ২০। ১ ম্যাচ কম খেলে সংহতির পয়েন্ট ১৬। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাটে অনুষ্ঠিত ম্যাচে বুধবার জে সি সি ২১ রানে পরাজিত করে ইউনাটেড ফ্রেন্ডসকে। জে সি সি-র গড়া ২৬৬ রানের জবাবে ইউনাটেড ফ্রেন্ডস ২৪৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের কৌশল আচার্য শতরান করেন। মঙ্গলবার শতদল সঙ্ঘের বিরুদ্ধে অর্ধশতরান করার পর এদিন ইউনাটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে দুরন্ত শতরান করে দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন কৌশল। কৌশলের দুরন্ত ব্যাটিংয়ে বিশ্বজিৎ পালের দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করে। এদিন বিপক্ষের বোলারদের কার্যত শাসন করেন কৌশল। দলের ডান হাতি ওই ব্যাটসম্যানটি ৭৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে মরশুমে নিজের প্রথম শতরানটি করেন। কৌশল ১১১৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে শুভম ঘোষ ৫৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, রিমন সাহা ৪৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবহং শুভম রাই ৪০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে অভিজিৎ সরকার ৪৭ রানে ৪ টি এবং ঋত্বিক শ্রীবাস্তব ৩৫ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে জে সি সি-র বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২৪৫ রানে গুটিয়ে যায় ইউনাটেড ফ্রেন্ডস। দলের প৭ অঙ্কিত প্রতাপ সিং ৬০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫, দলনায়ক রজত দে ৪৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪,তেজশ্বা জশোয়াল ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, অভিজিৎ দেববর্মা ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং সেন্টু সরকার ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। জে সি সি-র পক্ষে ভিপীন শর্মা ৪৩ রানে ৩ টি এবং শুভম ঘোষ ৪১ রানে ২ টি উইকেট দখল করেন।