আবারো চুরির বাড় বাড়ন্ত ঘটনা ধর্মনগর মহকুমা জুড়ে

ধর্মনগর, ২০ মার্চ : লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়া পর রাজ্য তথা দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কিন্তু ধর্মনগরে নিরাপত্তা অবস্থা জোরদার করার পরও প্রতিদিন চোরের উপদ্রব বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে নিজেদের ব্যবস্থা নিজেরাই করবে বলে মনস্থির করে নিচ্ছে। কারণ ধর্মনগর থানা যে ভূমিকা পালন করছে তা সাধারণ মানুষের কাছে সন্দেহজনক।

এবার চুরির ঘটনা চন্দ্রপুরের সুরভী আশ্রম সংলগ্ন এলাকায়। বাড়ির মালিকের নাম বাবুল মালাকার। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ বাড়ির লোকজন ঘুমাতে যায়। তখন সবকিছু ঠিকঠাকই ছিল। ভোর চারটার দিকে ঘুম ভাঙলে গৃহকর্তী দেখতে পায় আলমারির এক পার্ট খোলা। আস্তে আস্তে অন্যদিকে তাকাতেই দেখতে পায় ঘরের মধ্যে সবকিছু ছড়ানোর ছিটানো অবস্থায় ফেলানো। হইচই চিৎকার চেঁচামেচি করে গৃহবর্তী অন্যদেরকে ঘুম থেকে তুলে তারপর দেখা যায় ঘরের মধ্যে লকারে যে নগদ টাকা ছিল সেই টাকা নেই সোনাদানা ছিল তা নেই মোবাইল সেট নেই এমনকি এটিএম কার্ড পর্যন্ত চোরের দল নিয়ে পালিয়ে গেছে। যে মোবাইল সেটটি নিয়ে পালিয়েছে সেই মোবাইল সেটে ফোন করলে এখন উল্টাপাল্টা গালিগালাজ করছে। যেহেতু মোবাইল সেট চোরের দল রিসিভ করছে তাই পুলিশ সামান্যতম মনোযোগী হলে চোরকে ধরা কোন কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে না।

তবে তার জন্য চাই চোর ধরার তাগিদ। না হলে যেভাবে প্রতিদিন ধর্মনগর চোরের উপদ্রব বেড়ে চলেছে আগামী দিনে এলাকায় এলাকায় পুলিশ থাকা সত্ত্বেও নিজেদের পাহারা দিয়ে রাত কাটাতে হবে তাই ভেবে চিন্তিত ধর্মনগরের সাধারণ মানুষেরা।