পঞ্জাবের সাংরুরে বিষমদ খেয়ে মৃত্যু ৩ জনের, বিশেষ তদন্তকারী দল গঠন

সাংরুর, ২০ মার্চ (হি.স.) : পঞ্জাবের সাংরুরে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। বিশেষ ডিজিপি (আইনশৃঙ্খলা) অর্পিত শুক্লা বলেছেন, “ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। এসআইটি গঠন করা হয়েছে এবং ডিসি একটি ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন। এখনও পর্যন্ত আমাদের কাছে ৩ জনের মৃত্যুর তথ্য রয়েছে। আরও কয়েকজন অসুস্থ এবং হাসপাতালে আছেন।”

বুধবার পুলিশ জানিয়েছে, বিষমদ খেয়ে পঞ্জাবের সাংরুরে ৩ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ৪। ঘটনাটি ঘটেছে জেলার দিরবা থানার অন্তর্গত গুজরান গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের নাম-ভোলা সিং, নির্মল সিং, প্রগত সিং এবং জগজিৎ সিং