ভাইটাল ম্যাচে সংহতিকে হারিয়ে সুপারে এগিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস

সংহতি-‌১৪৩

ইউ:‌ ফ্রেন্ডস-‌১৪৭/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রিটার্ন লীগেও একই রেজাল্ট। তাও ৮ উইকেটের ব্যবধানেই। ফিরতি লিগেও ইউনাটেড ফ্রেন্ডসে ধরাশায়ী সংহতি ক্লাব। মঙ্গলবার জয় পেয়ে সুপার লিগে এককভাবে শীর্ষে পৌঁছে গেও রজত দে-‌র দল ইউনাটেড ফ্রেন্ডস। ৬ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে। টি আই টি মাঠে এদিন ব্যাটে-‌বলে দাপট দেখান বিশাল ঘোষ, অভিজিৎ সরকাররা। আর তাতেই জয় সহজ হয় যায়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। ম্যাচে সংহতির গড়া ১৪৩ রানের জবাবে ইউনাটেড ফ্রেন্ডস ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দ৯লের বিশাল ঘোষ ৬১ রান এবং অভিজিৎ সরকার ৪ উইকেট পেয়েছেন। প্রসঙ্গত:‌ প্রথম লিগেও ৮ উইকেটে জয় পেয়েছিলো ইউনাটেড ফ্রেন্ডস। এদিন সকালে ত্রিপুরা রণজি দলের নির্ভরযোগ্য বোলার অভিজিৎ সরকারের দুরন্ত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ সংহতি ক্লাব। দল গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে, ৪৪.‌১ ওভার ব্যাট করে। দলের ওপেনার সম্রাট সূত্রধর ব্যর্থ হওয়ায় প্রত্যাশিত মতো বড় স্কোর গড়তে ব্যর্থ সংহতি। দলের পক্ষে সপ্তজিৎ দাস ৬৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, জয়দীপ বনিক ৭১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৫, বিক্রম দেবনাথ ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং শ্রীদাম পাল ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে অভিজিৎ সরকার ২৫ রানে ৪ টি, দলনায়ক রজত দে ৪২ রানে ৩ টি এবং ঋত্বিক শ্রীবাস্তব ২৩ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ইউনাটে ফ্রেন্ডস  ২৫.‌১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে এনয়। ওপেনিং জুটিতে সেন্টু সরকার এবং বিশাল ঘোষ ১১৯ বল খেলে ৯৫ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে দিয়েছিলেন। সেন্টু ৬৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করে আউট হলেও অপর প্রান্তে দায়িত্ব নিয়ে ব্যাট করতে থাকেন বিশাল। তেদশ্বী জশোয়াল (‌১৪)‌ বড় স্কোর গড়তে ব্যার্থ হলে বিশালের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি বঁাধেন দলনায়ক রজত। ওই জুটি ঠান্ডা মাথায় দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। বিশাল ৬৫ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১ রানে এবং রজত ৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থেকে যান। সংহতির পক্ষে বিক্রম দেবমনাথ ২৭ রানে এবং শঙ্কর পাল ৩০ রানে ১ টি করে উইকেট দখল করেন। এদিন পরাজিত হওয়ায খেতাবের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়লো সংহতি। ‌