দশ বছরের শিশু রহস্যসজনকভাবে নিখোঁজ, চাঞ্চল্য

আগরতলা, ১৯ মার্চ: দশ বছরের এক শিশুর রহস্যসজনকভাবে নিখোঁজের ঘটনায় সোনামুড়া উরমাই গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তিন দিন পেড়িয়ে গেলেও কোন হদিশ নেই তার।নিখোঁজ ছেলেকে ফিরিয়ে পাওয়ার দাবিতে পুলিশের দারস্থ অসহায় পরিবার।

জানা গিয়েছে, সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের দেবনগর এলাকার বাসিন্দা দিনমজুর প্রদীপ দাসের স্ত্রী স্বপ্না দাস গত ১৭ মার্চ তাঁদের ১০ বছরের শিশু সন্তান রাহুল দাসকে সাথে নিয়ে বাড়ির পাশে জঙ্গলে লাকড়ি আনতে গিয়েছিলেন। লাকড়ি সংগ্রহ করে ফিরে আসার সময় পথে দেখেন পুত্র রাহুল নেই। তিনি লাকড়ি আনতে যাওয়ার সময় যেখানে রেখে গিয়েছিলেন সেখানে নেই। তখন শিশুটির মা স্বপ্ন দাস জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের কোন খোঁজ না পাননি।

সন্তানের কোনো খোঁজ না পেয়ে বাড়িতে ছুটে গিয়ে পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীদের বিষয়টি জানিয়েছেন। এরপর সকলে মিলে খোঁজ করেও রাহুলের কোনও হদিশ পাওয়া যায়নি। শেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। আজ তিন দিন অতিক্রম হওয়ার পরও রাহুলের কোনো খোঁজ মিলেনি।