লোকসভা নির্বাচনে গোমতী জেলায় মোট ভোটার ৩,৪৪,৯১২ জন

আগরতলা, ১৮ মার্চ: ৪২-অমরপুর ও ৪৩-করবুক (এসটি) বিধানসভা কেন্দ্র ২-ত্রিপুরা পূর্ব সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত। এই বিধানসভা কেন্দ্রগুলিতে আগামী ২৬ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। গতকাল গোমতী জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক তড়িৎ কান্তি চাকমা এই সংবাদ জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক আরও জানান, গোমতী জেলায় মোট ভোটার ৩,৪৪,৯১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,৭৩,০২৬ জন এবং মহিলা ভোটার ১,৭১,৮৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৩৯৯টি। 

এরমধ্যে ১৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া মহিলাদের দ্বারা পরিচালিত হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে জেলায় ২১টি নাকা পয়েন্ট থাকবে। এছাড়াও সাংবাদিক সম্মেলনে তিনি ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক।