তেজপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক তিন বন্দি

তেজপুর (অসম), ১৮ মাৰ্চ (হি.স.) : তেজপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিন বন্দি পালিয়েছে। তিন বন্দি যথাক্রমে ইন্দজিৎ মণ্ডল, জেহেরুল ইসলাম ও থুলেশ্বর তাঁতি পালিয়ে যাওয়ার পর তেজপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করেছেন।

জানা গেছে, তিন বন্দি কারাগারের প্রাচীর টপকে পালিয়েছে। শিশু অপহরণ ও শিশু ধর্ষণের অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।

এদিকে, এক সঙ্গে তিন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কালোঘাম ছুটছে কারাগার কর্তৃপক্ষ এবং জেলার সাধারণ পুলিশ প্রশাসনের। পলাতক বন্দিদের খুঁজে বের করতে তীব্র অভিযান চালিয়েছে পুলিশ। কারাগারের আশপাশ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বার্তা জারি করেছে পুলিশ। তাছাড়া কোনও সন্দেহজনক ব্যক্তিকে দেখলে তৎক্ষণাৎ পুলিশকে অবগত করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *