আইজল, ১৮ মাৰ্চ (হি.স.) : মিজোরামের রাজধানী আইজলে জনৈক দোকান-মালিককে খুনের অভিযোগে ৩৪ বছর বয়সি এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ, জানিয়েছেন রাজ্যের গৃহমন্ত্রী কে সাপডাঙ্গা।
আজ সোমবার আইজলে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়ে গৃহমন্ত্রী সাপডাঙ্গা বলেন, গতকাল স্থানীয় নিউ মার্কেটে জনৈক দোকানের মালিককে খুনের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত মহিলা আইরিন লালাউমজুয়ালি (৩৪)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, আইজলের রামথার উত্তরে বসবাসকারী আইরিন লালাউমজুয়ালিকে শহরের তুইকুয়াল দক্ষিণ এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সি ভি লালমিংথাঙ্গিকে খুনের প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
গৃহমন্ত্রী বলেন, পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে জেমাবাওক এলাকায় তার বন্ধুর বাসা থেকে লালাউমজুয়ালিকে আটক করা হয়। সাপডাঙ্গা বলেন, ভি লালমিংথাঙ্গি একটি দোকান চালাতেন। কিন্তু শনিবার রাতে তিনি বাড়ি ফেরেননি। বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরেরদিন রবিবার সকালে লালমিংথাঙ্গিকে তার দোকানের ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তদন্তে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। অবশেষে প্রধান সন্দেহভাজন অভিযুক্তকে আটক করে পুলিশ।
তিনি জানান, লালাউমজুয়ালির হেফাজত থেকে একটি ছুরি, মৃত ব্যক্তির ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত এবং দোকানের কিছু চুরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে লালাউমজুয়ালি তার অপরাধের কথা স্বীকার করেছে, জানিয়েছেন গৃহমন্ত্রী সাপডাঙ্গা।
মন্ত্রী জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এগুলির মধ্যে খুন, অপরাধের প্রমাণ লোপাট এবং চুরি সংক্রান্ত ধারা রুজু করেছে পুলিশ। মন্ত্রী সাপডাঙ্গা আশ্বস্ত করেছেন, মামলার তদন্ত শেষ হয়নি, এর শিকড় খোঁজার চেষ্টা করা হচ্ছে।

