নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : ৬টি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পশ্চিমবঙ্গের ডিজিপিকে অপসারণে কোনও রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা উচিত নয়, সোমবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। নির্বাচন কমিশন ৬টি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পশ্চিমবঙ্গের ডিজিপিকে অপসারণ করেছে।
এপ্রসঙ্গে গিরিরাজ সিং সোমবার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য নিজস্ব উপায়ে কাজ করে। সব বিষয়ে কথা বলার কি দরকার? আমি কি কেজরিওয়াল যে আমি প্রতিটি সাংবিধানিক সংস্থাকে প্রশ্ন করব? কোনও রাজনৈতিক দলের এতে হস্তক্ষেপ করা উচিত নয়। এমনকি তিনি এও বলেন, বাংলায় সরকার বলে কিছু নেই।”