কলকাতা, ১৮ মার্চ, (হি.স.): গার্ডেনরিচের বহুতল-বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৮ জন। সকাল থেকে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে আরও চার জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন শামা বেগম (৪৪), হাসিনা খাতুন (৫৫), রিজওয়ান আলম (২২), আকবর আলি (৩৪), মহম্মদ ওয়াসিক, মহম্মদ ইমরান এবং রমজান আলি। তাঁদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। পরে রিজওয়ান, আকবর, ওয়াসিক, ইমরান এবং রমজানকে মৃত বলে ঘোষণা করে এসএসকেএম।
সূত্রের খবর, ধ্বংসস্তূপ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও এক জন আটকে আছেন। উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকাজে সারা দিন গড়িয়ে যায়।দুর্ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ৷ সংশ্লিষ্ট এলাকায় যান কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধার কাজ শুরু করে ৷ জনবসতিপূর্ণ হওয়ার ফলে উদ্ধার কার্যে খানিকটা সমস্যায় পড়তে হয় বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

