কলকাতা, ১৮ মার্চ (হি.স.): “পৃথিবীতে কোথাও কলকাতার মতো বেআইনি নির্মাণ হয় না। কাউন্সিলর বেআইনি নির্মাণের নেটওয়ার্ক চালাচ্ছেন।”
সোমবার এই অভিযোগ করেন বিজেপি নেতা অর্জুন সিংহ। প্রচারমাধ্যমকে তিনি বলেন, ‘বিধায়ক, কাউন্সিলর, পুলিশ মিলে ত্রিস্তরীয় দুর্নীতি চালাচ্ছে।’’
মূলত, গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের পর ইতিমধ্যেই অবৈধ নির্মাণ ঘিরে বামেদের দিকে আঙুল তুলেছেন ফিরহাদ হাকিম। ‘বেআইনি ভাবেই নির্মাণ করা হচ্ছিল বহুতলটি’, স্বীকার করে নেন খোদ মেয়র। তবে দোষ চাপান বাম আমলের উপর।
প্রসঙ্গত, রবিবার মধ্যরাতে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গার্ডেনরিচের একটি নির্মীয়মান বহুতল। বহুতলটির পাশেই ছিল একটি ঝুপড়ি৷ ঘটনায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। প্রায় ২০ জন আহত হয়েছেন৷