মুম্বইয়ে রাহুলের র‍্যালিতে যোগ দিচ্ছেন অখিলেশ যাদব, অসুস্থতার কথা জানাল সপা

মুম্বই, ১৭ মার্চ (হি.স.): মুম্বইয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর র‍্যালিতে যোগ দিতে পারবেন না উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রবিবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

আবার কংগ্রেস নেতা এবং কেরলের প্রাক্তন এলওপি রমেশ চেনিথালা বলেছেন, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সপা প্রধান অখিলেশ যাদব ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় মুম্বইতে রাহুল গান্ধীর সমাবেশে যোগ দেবেন না।