নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৭ মার্চ: ২০২৪ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই। এবার লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি আসনে দুই দফায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচন ঘোষণার আগে থেকে বিজেপি দল রাজ্যের দুটি লোকসভা আসনের নির্বাচনের জন্য মাঠ ঘাট গরম করে নিজেদের প্রচার সহ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
যুব মোর্চার কেন্দ্রীয় কার্যক্রমের অঙ্গ হিসেবে প্রদেশ যুব মোর্চার নির্দেশ অনুসারে যুব মোর্চার সাংগঠনিক পরিকাঠামোকে আরো শক্তিশালী ও মজবুত করতে প্রতিটি মন্ডলে চলছে নমো যুব চৌপাল কার্যক্রম।
উওর জেলার ৫৪ কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে বেলা বারোটা নাগাদ কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে নমো যুব চৌপাল কার্যক্রমের অঙ্গ হিসাবে আয়োজন করা হয় আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে বিশাল যুব সমাবেশ।
আজকের এই যুব সমাবেশে সভাপতিত্ব করেন কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার সহ-সভাপতি জন্মজিৎ কানু। এই যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব।
তাছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা, উত্তর জেলার বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস, প্রদেশ বিজেপির নেতৃত্ব দিলীপ তাঁতি, কদমতলা কুর্তি মন্ডল সভাপতি রাজা ধর সহ অনান্য নেতৃত্বরা।
আজকের যুব সমাবেশের মঞ্চে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের উপস্থিতিতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় ৩৭ পরিবারের ১৭৪ জন ভোটার তৃনমূল কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়।