উ ২৪ পরগনা, ১৭ মার্চ (হি.স): রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভিনরাজ্য থেকে এক ব্যক্তি কে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম বিদ্যাভূষণ প্রসাদ। ধৃতের বাড়ি ঝাড়খন্ডের জামশেদ পুরে | ধৃতের কাছ থেকে জাল পরিচয় পত্র সহ ভারতীয় রেলের জাল নথিপত্র ও ভুয়ো ব্যাংক একাউন্ট , একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গতবছর আগস্ট মাসে বাগদা থানার আইসঘাটা এলাকার এক গৃহবধূ বনগাঁ আদালতে জানান। কোর্ট মাধ্যমে সেই অভিযোগ পৌছায় বাগদা থানায় । এরপরই ঘটনার তদন্তের নেমে গত ১৪মার্চ ছত্তিশগড়ের দুন থেকে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তার স্বামীকে রেলে চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত ৪১লক্ষ টাকা হাতিয়ে নেয়। ৭দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে ধৃত কে রবিবার বনগাঁ আদালতে তোলা হলে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
2024-03-17

