নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ: আসাম রাইফেলস কাস্টম বিভাগের যৌথ অভিযানে আজ পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া থেকে ১.০৮ কোটি টাকা মূল্যের ২৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গোপন খবরের ভিত্তিতে আসাম রাইফেলস ও কাস্টম বিভাগ যৌথভাবে জিরানিয়ায় একটি অভিযান শুরু করে। এই অভিযানে বিভিন্ন প্যাকেটে মোট ২৪০ কেজি গাঁজা উদ্ধার করেছেন আধিকারিকরা। জব্দকৃত সামগ্রী অধিকতর তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

